০৫ ডিসেম্বর ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩৮, ৪ ডিসেম্বর ২০২৪

মানব কল্যাণ পরিষদের বিউটিফিকেশন কোর্সের সমাপনী

মানব কল্যাণ পরিষদের বিউটিফিকেশন কোর্সের সমাপনী

দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মকর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মানব কল্যাণ পরিষদ ৩ দিনের বিশেষ বিউটিফিকেশন কোর্সের সমাপনী অনুষ্ঠান আয়োজন করেছে। এ কোর্সে প্রায় ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বুধবার (৪ ডিসেম্বর) নারায়ণগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের মিলনায়তনে আয়োজিত এই কোর্সের উদ্বোধন করেন মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া।

সমাপনী অনুষ্ঠানে নারায়ণগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রিপন চন্দ্র দে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ ক্লাসে বিউটি এক্সপার্ট ফাতেমা আক্তার ইলা, মেকআপ আর্টিস্ট শারমীন আক্তার, এবং বিউটি এক্সপার্ট মাইহার মীম প্রশিক্ষণ প্রদান করেন। ক্লাস মডেল হিসেবে অংশগ্রহণ করেন আশামনি একা, বুবলি আক্তার, এবং কাশফিয়া আহমেদ খুশবু। এছাড়াও, মানব কল্যাণ পরিষদের সাহিত্য ও সাংস্কৃতিক সচিব কবি রুনু সিদ্দিক এবং জাতীয় লেখক কল্যাণ পরিষদ পাঠাগারের সভানেত্রী আয়শা আক্তার প্রশিক্ষণ ক্লাসে উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়