বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য আনন্দমুখর আয়োজন
নারায়ণগঞ্জে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য এক ব্যতিক্রমী আনন্দ আয়োজনের মাধ্যমে তাদের সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির উদ্যোগ নিয়েছে আয়াত এডুকেশন। সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুলে অনুষ্ঠিত এই আয়োজনের প্রতিপাদ্য ছিল "আমরা করব জয়"।
বুধবার (৪ ডিসেম্বর) অনুষ্ঠানে শিশুদের জন্য চিত্রাঙ্কন, গান, নৃত্য, খেলাধুলাসহ বিভিন্ন সৃজনশীল কার্যক্রম আয়োজন করা হয়। এ আয়োজনের মূল লক্ষ্য ছিল শিশুদের সামাজিক দক্ষতা ও সৃজনশীলতাকে বিকশিত করা এবং তাদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তোলা।
আয়াত এডুকেশনের প্রজেক্ট কো-অর্ডিনেটর সুমিত বণিক বলেন, "বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও আমাদের সমাজের অংশ এবং তাদের মধ্যেও অনেক সম্ভাবনা রয়েছে। আমরা তাদের সুপ্ত প্রতিভা বিকাশের জন্যই এ ধরনের উদ্যোগ নিয়েছি।"
অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয় এবং স্কুলের জন্য দুটি সিলিং ফ্যান উপহার দেওয়া হয়। আয়োজনে সহায়তা করেন মমতাময় নারায়ণগঞ্জ প্রকল্পের কমিউনিটি ভলান্টিয়ারগণ।
স্কুলের প্রধান শিক্ষক ফজলুল আমিন বলেন, "আয়াত এডুকেশনের এই উদ্যোগ আমাদের শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এটি তাদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক হবে।"
এই আয়োজনের মাধ্যমে শিশুদের জন্য এক আনন্দময় দিন উপহার দেওয়ার পাশাপাশি সমাজের মূলধারায় তাদের সম্পৃক্ত করার অঙ্গীকার করেছে আয়াত এডুকেশন। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম পরিচালনার আশ্বাস দিয়েছেন আয়োজকরা।