হাইকমিশনে হামলার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা এবং ভাঙচুরের প্রতিবাদে শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সাতটায় চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ এবং পরে বঙ্গবন্ধু সড়কে মিছিল করেন শিক্ষার্থীরা। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ফারহানা মানিক মুনা, সাইদুর রহমান, শিব্বির আহমেদ, জাহিদ হাসান, অমিত হাসান, মো. শাহনেওয়াজ, সাব্বির হোসেন, রাইসা ইসলাম, মো. জহিরুল, মো. তায়েফ প্রমুখ উপস্থিত ছিলেন।
হাইকমিশনে হামলার তীব্র নিন্দা জানিয়ে শিক্ষার্থীরা বলেন, ‘স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। আমরা ঠিক রক্ষা করার ক্রান্তিলগ্নে আছি। হাজারো মানুষের রক্তের মধ্য দিয়ে যে নতুন যাত্রা আমরা শুরু করেছি সে যাত্রাকে বিলম্বিত করার জন্য চারপাশে নানান ষড়যন্ত্র চলছে, কুচক্রী মহল আমাদের উপর চেপে বসার চেষ্টা করছে। আমরা কোনো ষড়যন্ত্রকে ঠাঁই দেবো না। সে ষড়যন্ত্র ধর্ম, জাতি, বর্ণ যে নামেই করেন। বাংলাদেশের ছাত্রজনতা ঐক্যবদ্ধ আছি। এই ঐক্যবদ্ধতা নিয়ে স্বৈরাচারকে বিতারিত করেছি। এবার ষড়যন্ত্র প্রতিরোধ করবো। পার্শ্ববর্তী রাষ্ট্র যাদের আমরা মিত্র বলি তারা ৫ আগস্ট গণহত্যাকারী খুনিকে আশ্রয় দিলো। এর মধ্য দিয়ে ভারত সরকার প্রমাণ করেছে তারা বাংলাদেশের মানুষের, সার্বভৌমত্বের সাথে অবস্থান করে না।’
বিভেদকারী ও ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি জানিয়ে তারা বলেন, ‘আমরা রক্ত দিয়ে বাংলাদেশকে রক্ষা করবো। আপনাদের কোনো রক্তচক্ষু, কোনো ষড়যন্ত্রকে ঠাঁই দিবো না। ভারতের জনগণের সাথে আমাদের কোনো বিরোধ নেই। তবে যে সরকার হত্যাকারীকে আশ্রয় দিয়েছে আমরা তার বিচার চাই।’