০৪ ডিসেম্বর ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:২৮, ৩ ডিসেম্বর ২০২৪

হাইকমিশনে হামলার প্রতিবাদে ছাত্র ফেডারেশনের বিক্ষোভ

হাইকমিশনে হামলার প্রতিবাদে ছাত্র ফেডারেশনের বিক্ষোভ

ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা এবং ভাঙচুরের প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুর ১২টায় চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে তারা। 

ছাত্র ফেডারেশন জেলা সভাপতি ফারহানা মানিক মুনার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, জেলা সহসভাপতি সাইদুর রহমান, সহসাধারণ সম্পাদক ইউশা ইসলাম, অর্থ সম্পাদক শাহীন মৃধা, নারায়ণগঞ্জ কলেজ শাখার আহ্বায়ক মৌমিতা নূর, তোলারাম কলেজ শাখার সংগঠক ফারাবি মাহতাব, মুন্নি আক্তার প্রত্যাশা, কদম রসুল কলেজের সংগঠক সিয়াম সরকার, সিপন ইসলাম, ভোলাইল আঞ্চলিক কমিটির আহ্বায়ক মাহাদি হাসান, যুগ্ম আহ্বায়ক স্বপ্নিল শোভন প্রমুখ।

ফারহানা মানিক মুনা বলেন, ‘ভারতের আগরতলায় সহকারী হাইকমিশনারের কার্যালয়ে কিছু উগ্রবাদী; যারা নিজেদেরকে ভারতীয় বলে পরিচয় দেন তারা হামলা করেছেন। তাদের উপর কোনো রাষ্ট্র কিংবা ধর্মের লেবাজ থাকতে পারে না। ভারত আমাদের অন্যতম মিত্র রাষ্ট্র হিসেবে পরিচিত কিন্তু সেই মিত্র রাষ্ট্রের পরিচয় আমারা গত ১৫ বছরে ভয়াবহ ও নির্মম দৃষ্টান্ত দেখেছি। কিভাবে তারা আমাদের বোন ফেলানিকে কাটাতারে ঝুলিয়ে রেখেছে। তাদের পানি চুক্তি নিয়ে কথা বলার কারণে বুয়েটের আবরারকে হলের মধ্যে পিটিয়ে মেরেছে। আমরা এই ধরনের বন্ধুত্বের চর্চা দেখেছি। এই নতজানু বন্ধুত্বে ভারতের বিজেপি সরকার ও বাংলাদেশ আওয়ামী সরকার মিলে বাংলাদেশের মানুষকে প্রতিনিয়ত অসম্মান, অধিকার থেকে বঞ্চিত, সার্বভৌমত্বকে বিনষ্ট করেছে।’

তিনি আরও বলেন, ‘হাইকমিশনে হামলার ঘটনার জবাব বিজেপি ও আওয়ামী লীগ দুই হত্যাকারীকে দিতে হবে। আমরা ও ভারতের জনতা একে অপরের শত্রু না। কিন্তু যে রাষ্ট্রনীতি বাংলাদেশের উপর চেপে বসতে চায়, আধিপত্য বিস্তার করতে চায় সেই রাষ্ট্র নীতিকে আমরা প্রত্যাখ্যান করি। আমরা ভারত সরকারকে আহ্বান করবো অনতিবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্তের ভিত্তিতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুন।’

সর্বশেষ

জনপ্রিয়