০৪ ডিসেম্বর ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৫৪, ২ ডিসেম্বর ২০২৪

জাহের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

জাহের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জের গোগনগরের বাসিন্দা জাহাঙ্গীর আলম জাহেরকে পাওনা টাকা চাওয়ার জেরে পিটিয়ে হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী। সোমবার (২ ডিসেম্বর) সকালে চাষাঢ়া নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নিয়ে নিহতের স্ত্রী শিউলী কান্নাজড়িত কণ্ঠে বলেন, "আমার স্বামীর হত্যার বিচার চাই। হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। খুনিরা আমাকে ও আমার সন্তানদেরও হত্যার হুমকি দিচ্ছে। আমরা সরকারের কাছে ন্যায্য বিচার চাই।"

নিহত জাহাঙ্গীরের ছেলে সাকিব হোসেন বলেন, "আমার বাবা সম্পূর্ণ নিরপরাধ। তাকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। খুনিরা আমাদের ভয়ভীতি দেখাচ্ছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। সরকার যেন দ্রুত মো. সোহেল, আবু তাহের, মো. মনির, মো. ফয়সাল ও মো. আমিরকে গ্রেপ্তার করে ফাঁসির ব্যবস্থা করে।"

নিহতের ভাই শিপলু হাসান বলেন, "গত ১৩ নভেম্বর দ্বীন ইসলাম ও ফজর আলীর অফিসে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করা হয়। আমার ভাই তাদের কাছে প্রায় পঞ্চাশ লাখ টাকা পেত। টাকা দেয়ার কথা বলে তাকে ডেকে নিয়ে মারধর করে। গুরুতর আহত অবস্থায় আমরা তাকে উদ্ধার করি, কিন্তু হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।"

পরিবারের অভিযোগ ১৩ নভেম্বর ফজর আলী টাওয়ারে পাওনা টাকা চাওয়ার জন্য ডাকা হয় জাহাঙ্গীরকে। সেখানে তাকে আটকে রেখে নির্মমভাবে মারধর করা হয়। আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। তবে পরিবারের দাবি, আসামিরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং তাদের হুমকি দিচ্ছে।

সর্বশেষ

জনপ্রিয়