রফিউর রাব্বি
মুক্তিযুদ্ধের মিথ্যা বয়ান বিক্রি করে আওয়ামী লীগ লুটপাট করেছে
নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উন্মেষ সাংস্কৃতিক সংসদের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ডিসেম্বর) বিকাল ৪টা ৩০ মিনিটে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডভোকেট প্রদীপ ঘোষ বাবু। উদ্বোধন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও বীর মুক্তিযোদ্ধা মঞ্জুশ্রী নিয়োগী দাশ গুপ্তা।
উৎসবে ছিল সমবেত জাতীয় সংগীত, গণসংগীত, মুক্তিযুদ্ধের গান, আবৃত্তি, নৃত্য, নাটক এবং মূকাভিনয় পরিবেশনা। অংশগ্রহণ করেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, এই বাংলায়, অর্চনা, মাইম ফেইস, প্রাচ্যনাট, উন্মেষ এবং নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পীবৃন্দ।
সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উন্মেষ সাংস্কৃতিক সংসদের উপদেষ্টা এবং সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি তাঁর আলোচনায় বলেন, জাতি হিসেবে বাংলার মানুষের হাজার হাজার বছরের ইতিহাস রয়েছে। মুক্তিযুদ্ধ ছিল আমাদের সবচেয়ে বড় অর্জন। এ লড়াইয়ে দেশের সর্বাধিক সংখ্যক মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল। প্রকৃতপক্ষে শ্রমিক কৃষকসহ দেশের ৩০ লক্ষ সাধারণ মানুষ জীবন দিয়েছিল, আওয়ামী লীগের কোন নেতৃবৃন্দ জীবন দেয় নাই। কিন্তু মুক্তিযুদ্ধের মিথ্যা বয়ান বিক্রি করে আওয়ামী লীগ শোষণ করেছে, লুটপাট করেছে, ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে, গণহত্যা করেছে। তার পরিণতি হিসেবে শেখ হাসিনাসহ দলের সকল বড় বড় নেতৃত্ব দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ২০২৪ এর গণঅভ্যুত্থান আমরা সমর্থন করেছি। গণতন্ত্রের জন্য, ভাল কিছু পাবার জন্য আশাও আমরা করছি। তবে অনেকে ২০২৪ এর গণঅভ্যুত্থানের কথা বলে ৭১ এর মুক্তিযুদ্ধকে মুছে ফেলার কথা বলছেন; এটা বাঙালি জাতি কখনোই মেনে নেবে না। ২০২৪ দিয়ে ৭১ মুছে ফেলা যাবে না। মুক্তিযুদ্ধ বিরোধী পরাজিত সাম্প্রদায়িক শক্তি ও পাকিস্তানের পক্ষ নেওয়া ঘাতক দালালদের মানুষ কখনোই মেনে নেবে না। মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাসে মাইলফলক হয়ে আছে। ৭১ মুছে ফেলা যাবে না।