নারায়ণগঞ্জে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন শুরু ১ ডিসেম্বর
নারায়ণগঞ্জ জেলার আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়ন আগামী ১ ডিসেম্বর শুরু হবে। চলবে ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত। নারায়ণগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহমুদুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের জুডিশিয়াল মুন্সীখানা শাখায় জেলার সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানা এলাকার আগ্নেয়স্ত্র লাইসেন্সধারীরা ১ হতে ৫ ডিসেম্বর, বন্দর ও নারায়ণগঞ্জ সদর থানা এলাকার ৮ হতে ১২ ডিসেম্বর, আড়াইহাজার, সোনারগাঁ ও রূপগঞ্জ থানা এলাকার ১৫ হতে ১৯ ডিসেম্বর তারিখে নবায়ন করতে হবে। নবায়নের জন্য কর্মকর্তা হিসেবে জেলা প্রশাসনের আগ্নেয়স্ত্র শাখার সিনিয়র সহকারী কমিশনার মো. মোনাববর হোসেনকে দায়িত্ব দেয়া হয়েছে।
কিন্তু কোন কারণে উল্লিখিত ৭ থানার আগ্নেয়স্ত্র লাইসেন্সধারীরা নির্ধারিত তারিখে আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়ন করতে না পারলে তারা ২২ হতে ৩১ ডিসেম্বর সুযোগ পাবেন।
বিজ্ঞপ্তিতে নবায়নকালে নবায়ন ফি ভ্যাট ও কর সরকারি কোষাগারে জমা দিয়ে আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করতে বলা হয়েছে। নবায়নের সময় মুল লাইসেন্স, অস্ত্র এবং গুলি সঙ্গে আনতে হবে। অস্ত্র এবং গুলি কোন উপযুক্ত কর্তৃপক্ষের নিকট জমা থাকলে জমার মুল রশিদ ও ফটোকপি সঙ্গে আনতে হবে।
বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা-২০১৬ অনুযায়ী ২০১৮ সালের অস্ত্র লাইসেন্সের ফি নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত ফি অনুযায়ী ব্যক্তি পর্যায়ে পিস্তল, রিভলভার ১০ হাজার, বন্দুক-শটগান, রাইফেল ৫ হাজার টাকা, আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক পর্যায়ে লং ব্যারেল ৫ হাজার টাকা। প্রতিষ্ঠান পর্যায়ে লং ব্যারেল ১০ হাজার টাকা।
উপযুক্ত প্রমানপত্র সাপেক্ষে সনদপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, রাষ্ট্রীয় সাংবিধানিক পদে কর্মরত ব্যক্তিবর্গ ও জাতীয় বেতন স্কেলের ৬ষ্ঠ ও তদুর্ধ্ব গ্রেডভুক্ত চাকুরীরত, অবসরপ্রাপ্ত সরকারি ক্যাডার সার্ভিস কর্মকর্তাদের পিস্তল, রিভলবার, শটগান, রাইফেল এর লাইসেন্স ফি এবং নবায়ন ফি লাগবে না।
বিজ্ঞপ্তিতে নির্ধারিত সময়ের মধ্যে আগ্নেয়াস্ত্র নবায়ন করা না হলে প্রচলিত বিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।