লালন মেলা বন্ধে বাম জোটের নিন্দা ও প্রতিবাদ
ফতুল্লার কাশীপুর ইউনিয়নের মধ্য নরসিংহপুরে সাধুসঙ্গ ও লালন মেলার অনুমতি না দেয়া এবং মৌলবাদী চক্রের হুমকি প্রদানের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট নারায়ণগঞ্জ জেলা। বাম গণতান্ত্রিক জোট নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক ও কমিউনিস্ট পার্টির নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলাম ও সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ নারায়ণগঞ্জ জেলার আহবায়ক নিখিল দাস ও সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব এক বিবৃতিতে এই নিন্দা জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মধ্য নরসিংহপুরে বিগত দশ বছর যাবৎ স্থানীয় মুক্তিধাম ও লালন একাডেমি সাধুসঙ্গ ও লালন মেলা আয়োজন করছে। বাউল ফকির লালন সাঁই পিছিয়ে পড়া সমাজে অসাম্প্রদায়িক মনন গঠন ও জাতপাতের বৈষম্যের বিরুদ্ধে বাউল সঙ্গীতের মাধ্যমে কথা বলে গেছেন। জাতপাতের উর্ধে উঠে মানুষের বাসবাসযোগ্য একটি মানবিক সমাজ নির্মাণ ছিল তাঁর আজীবনের সংগ্রাম। তথাকথিত তৌহিদি জনতার নামে সাম্প্রদায়িক হেফাজতে ইসলামের নায়েবে আমির মওলানা আব্দুল আউয়াল সাধুসঙ্গ ও লালন মেলা বন্ধে হুমকি দেন। এতে ২২ ও ২৩ নভেম্বর মেলা আয়োজনে জেলা প্রশাসকের কাছে অনুমতি চাইলেও লালল মেলা অনুষ্ঠানের অনুমতি দেয়া হয়নি। ৫ আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার উচ্ছেদ হয়েছে, একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য। গণ অভ্যুত্থানের পরে এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছে। এসরকার কিছু সংস্কার কার্যক্রম গ্রহণ করেছে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে। মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম শর্ত। সেখানে লালন মেলার মতো একটি অসাম্প্রদায়িক অনুষ্ঠান করতে না দিয়ে এ সরকারের জেলা প্রশাসন এখানে মৌলবাদী স্বৈরাচারী শক্তিকেই প্রশ্রয় দিচ্ছে।
নেতৃবৃন্দ মেলার অনুমতি না দেয়ার তীব্র নিন্দা জানান ও মৌলবাদী চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান।