আরপি সাহা বিশ্ববিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী (এইচএসসি) জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে নারায়ণগঞ্জ শহরের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়। শনিবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই আয়োজন করা হয়।
সকাল থেকে বিভিন্ন কলেজের শিক্ষার্থীর উপস্থিতি সবুজে ঘেরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উৎসবমুখর করে তোলে। দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে চলতি বছর এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনীন্দ্র কুমার রায়।
জেলা প্রশাসক বলেন, ‘এই অসাধারণ সবুজ সুন্দর ক্যাম্পাসে আয়োজিত এই অনন্য এবং অনুপ্রেরণামূলক অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।’
দীর্ঘদিনের সুনামখ্যাত এ বিশ্ববিদ্যালয় ছেলেমেয়েদের ভবিষ্যৎ আলোকিত করতে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এ ধরনের অনুষ্ঠান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
অধ্যাপক ড. মনীন্দ্র কুমার রায় বলেন, ‘আর পি সাহা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভবিষ্যৎ স্বপ্ন বিনির্মাণে সবসময় পাশে থাকবে।’
বিশেষ অতিথি গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের অধ্যক্ষ মীর মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বলেন, ‘এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে এবং তাদের উন্নত ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
এছাড়াও বক্তব্য রাখেন সরকারি আদমজীনগর এম ডব্লিউ কলেজের অধ্যক্ষ মো. সোলায়মান খন্দকার, সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ ড. বিমল চন্দ্র দাস এবং ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষ মন্দিরা চৌধুরী।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের পরিচালক মহাবীর পতি, বিশ্ববিদ্যালয়টির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রবীন্দ্র নাথ শীল, ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর ড. গোপাল চন্দ্র সাহা, প্রকৌশল অনুষদের ডিন ড. কিংকর প্রসাদ ঘোষ, আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মো নাজমুল হাসান, কুমুদিনী স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. শেখ আব্দুর রহিম, আইন ও মানবাধিকার বিভাগের চেয়ারম্যান ড. সেলিনা আক্তার, প্রক্টর কাজী লতিফুর রেজা, রেজিস্ট্রার সরকার হিরেন্দ্র চন্দ্র, ডেপুটি রেজিস্ট্রার অমিত রায় এবং ছাত্র কল্যাণ উপদেষ্টা মো. আসাদুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে পাঁচ শতাধিক শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। অতিথিরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা জীবনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। আলোচনা সভা শেষে আরপি সাহা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।