২১ নভেম্বর ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:২৪, ২০ নভেম্বর ২০২৪

চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জে চুরির অপবাদ দিয়ে বাবু নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২০ নভেম্বর) বিকেলে নাসিক ১৮ নম্বর ওয়ার্ডের নলুয়াপাড়া মাঠে ঘটনাটি ঘটে।

নিহত ওই ব্যক্তির নাম ছোট বাবু (৫৫)। বিকেলে ঘটনাটি ঘটলেও স্থানীয়দের মাধ্যমে সন্ধ্যার পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এদিকে ঘটনার পর অভিযুক্ত মিলন পলাতক রয়েছে বলে জানায় পুলিশ।

এদিকে ঘটনাস্থলে গেলে অভিযুক্ত মিলনের স্ত্রী জোসনা জিজ্ঞাসাবাদে জানান, নিহত ছোট বাবু ও অভিযুক্ত মিলন একই সাথে মাদক সেবন করতো। বাবু আমার কাছে দেড়শ’ টাকা জমা রেখেছিল। বুধবার সকালে ছোট বাবু আমার স্বামী মিলনের ঘরে প্রবেশ করে সাড়ে ৪ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। পরে আমার স্বামী মিলন বাবুকে টাকা ফেরত দিতে বললে সে চুরির কথা অস্বীকার করে। পরে আমার স্বামী বাবুকে মারধর করে।

এদিকে নিহত বাবুর মামা নূর মোহাম্মদ জানান, বাবুকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করেছে মিলন। তার পিটুনির পর সে মারা যায়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর থানার উপপরিদর্শক তৌহিদুল জানান, ‘স্থানীয়দের মাধ্যমে সন্ধ্যায় খবর পেয়ে ঘটনাস্থলে আসি। স্থানীয়দের মাধ্যমে জানতে পারি চুরির অভিযোগে বাবু নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। অভিযুক্ত মিলন পলাতক রয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

সর্বশেষ

জনপ্রিয়