২১ নভেম্বর ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৪৯, ২০ নভেম্বর ২০২৪

আপডেট: ২১:২০, ২০ নভেম্বর ২০২৪

বাসে শিক্ষার্থীদের ‘হাফপাস’র দাবিতে ডিসি অফিস ঘেরাও

বাসে শিক্ষার্থীদের ‘হাফপাস’র দাবিতে ডিসি অফিস ঘেরাও

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া (হাফপাস) কার্যকর না করায় জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে এ বিষয়ে লিখিত আদেশ জারি করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক। 

বুধবার (২০ নভেম্বর) বেলা ১২টায় চাষাঢ়া শহীদ মিনারে একত্রিত হয়ে একটি মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যায় এবং কার্যালয় ঘেরাও করে হাফপাসের দাবিতে শ্লোগান দেয় তারা। 

এর আগে সকাল থেকে শহরের বাসস্ট্যান্ডগুলো পর্যবেক্ষণ করে শিক্ষার্থীরা। এ সময় ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী বাস কর্তৃপক্ষ শিক্ষার্থীদের অর্ধ ভাড়া নিতে অস্বীকার করে। এতে ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থীরা আন্দোলনের সিদ্ধান্ত নেয় এবং জেলা প্রশাসকের কার্যালয়ে যায়। 

এ সময় উপস্থিত আছে, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ফারহানা মানিক মুনা, ছাত্রফ্রন্টের জেলা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম, ছাত্র ফেডারেশনের জেলা সহসভাপতি সাঈদুর রহমান, সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী জাহিদ হাসান প্রমুখ।

গত ২৮ অক্টোবর থেকে নারায়ণগঞ্জে বাস ভাড়া কামনোসহ ৩ দাবিতে আন্দোলন করে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ননএসি ও এসি বাসের ভাড়া কমানো, শিক্ষার্থীদের হাফ পাস এবং অন্যান্য রুটের ভাড়া নির্ধারণ করার দাবিতে হরতালের ডাকও দেন তারা। শনিবার ৫ টাকা ভাড়া কমিয়ে সকল দাবি মেনে নেয় জেলা প্রশাসন, যা সোমবার থেকে কার্যকর হবে বলে জানান হয়। এর প্রেক্ষিতে হরতাল প্রত্যাহার করে নেয় যাত্রী অধিকার ফোরাম। 

এদিকে আন্দোলনের মুখে বাস মালিকরা ৫ ভাড়া টাকা কমলেও শিক্ষার্থীদের হাস পাস কার্যকর করে না। সোমবার শিক্ষার্থীরা বাস কাউন্টারে গেলে তাদের ফিরিয়ে দেয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে বিকেলে নারায়ণগঞ্জের সকল ছাত্র সংগঠন একত্রিত হয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে। এ সয়ম তারা ২৪ ঘন্টার হাফ পাস কার্যকর করার আল্টিমেটাম দেয়।

পরে মঙ্গলবার বিকেলে বাস মালিকদের সাথে বৈঠক করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক। এ সময় তিনি বাসমালিকদের শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়ার নির্দেশ দেন। সে সময় বাসমালিকরা জানান, বুধবার থেকে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার নিশ্চিত করা হবে।

এদিকে বুধবারও হাফ পাস কার্যকর না করায় ডিসি অফিস ঘেরাও করে শিক্ষার্থীরা। বিকেল ৩টা পর্যন্ত সেখানে অবস্থান করে তারা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে হাফ পাসের বিষয়ে লিখিত আদেশ জারি করেন জেলা প্রশাসক মাহমুদুল হক।

ছাত্রনেতা ফারহানা মানিক মুনা বলেন, ‘আমরা আগামীকালও বাস স্ট্যান্ডগুলোতে নজরদারি রাখবো। একই সাথে হাফ পাস নিশ্চিত করার জন্য আমরা জেলা প্রশাসন থেকে নজদারি করার অনুরোধ জানিয়েছি।’

সর্বশেষ

জনপ্রিয়