আন্দোলনের মুখে মঙ্গলবার থেকে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া
আন্দোলন মুখে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে শিক্ষার্থীদের অর্ধেক বাসভাড়া নেওয়ার আশ্বাস দিয়েছে বাসমালিক সমিতি। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে এক বৈঠকে জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বাসমালিকদের শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়ার নির্দেশ দেন। বাসমালিকরা ওই সময় জানান, মঙ্গলবার থেকে তারা শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার বিষয়টি নিশ্চিত করবেন।
এদিকে, বুধবার সকাল থেকে প্রতিটি বাসে শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়ার বিষয়টি নিশ্চিত হচ্ছে কিনা সে বিষয়ে বাস কাউন্টারগুলোতে নজর রাখা হবে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে এসি ও নন-এসি বাসভাড়া কমানো, শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া নিশ্চিতের দাবিতে গত অক্টোবর থেকে আন্দোলন করছিল যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। গত ১৬ নভেম্বর এ রুটে বাসভাড়া ৫ টাকা কমানো এবং শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া গ্রহণের নির্দেশ দেন। পরে যাত্রী অধিকার ফোরাম ১৭ নভেম্বরে ডাকা হরতাল কর্মসূচি প্রত্যাহার করে নেয়।
সোমবার থেকে জেলা প্রশাসকের ওই আদেশ কার্যকর হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের কাছ থেকে পুরো ভাড়াই গ্রহণ করা হচ্ছিল। পরে বিকেলে এক সংবাদ সম্মেলন ডেকে শিক্ষার্থীরা অর্ধেক ভাড়া নিশ্চিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ফারহানা মানিক মুনা, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম রাজীব, ছাত্রফ্রন্টের জেলা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম, মহানগর কমিটির সাধারণ সম্পাদক নাসিমা সরদার, জেলা ছাত্র ইউনিয়নের সহসাধারণ সম্পাদক রিফাত ইমতিয়াজ অয়ন্ত, সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী জাহিদ হাসান প্রমুখ।
শিক্ষার্থীদের হুঁশিয়ারির পর মঙ্গলবার বাসমালিকদের নিয়ে বসেন জেলা প্রশাসন ও বিআরটিএ’র কর্মকর্তারা।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হুসাইন বলেন, ‘বাস মালিকরা অর্ধেক ভাড়া নেওয়ার আশ্বাস দিয়েছেন। তারা প্রতিটি কাউন্টারে এই বিষয়ে বলে দেবেন। যদি কোনো বাসে শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া না নেওয়া হয় সেক্ষেত্রে ওই বাস মালিক বা পরিবহন কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এদিকে, অর্ধেক ভাড়া নিশ্চিত হচ্ছে কিনা তা তদারকিতে বুধবার সকাল থেকে শিক্ষার্থীরা বাস কাউন্টারে থাকবেন বলে জানিয়েছেন জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফারহানা মানিক মুনা।