’রুহুল আমিন গাজীর মতো নেতা পেতে বহু বছর অপেক্ষা করতে হবে’
বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন বলেছেন, নেতৃত্বের দিক থেকে রুহুল আমিন গাজী এক নম্বর ছিলেন। গত কয়েক যুগেও কেউ তার সমান হতে পারেনি। তার মতো নেতা পেতে আমাদের বহু বছর অপেক্ষা করতে হবে।
রোববার (১৭ নভেম্বর) নারায়ণগঞ্জ প্রেসক্লাবে বিএফইউজের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজীর স্মরণসভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, এরশাদও বন্দুক নিয়ে গদি রক্ষার চেষ্টা করেছিল। টিকতে পারেনি। তেমনি ফ্যাসিস্ট সরকারও টিকতে পারেনি। রাজনৈতিক দলগুলো যখন কোণঠাসা তখন সাংবাদিকেরা প্রেসক্লাবের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল। এজন্যই ফ্যাসিস্ট সরকারের ওপর তাদের সবচেয়ে বেশি ক্ষোভ ছিল।
তিনি আরও বলেন, শামীম ওসমান লোক খেলা হবে বলে বলে পুরে দেশ মাথায় তুলেছিল। সেই শামীম ওসমানকে এই প্রেসক্লাব পাত্তা দেয়নি। যেই সন্ত্রাসী হোক প্রেসক্লাবে হামলা হলে তাদের ছাড় দেয়া হবে না। মামলা দিয়ে আপনারা টিকতে পারবেন না। আমাদের অস্তিত্বের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলে আমরা ছাড় দেব না। আমরা আবারও রাজপথে নামবো।
স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বিএফইউজের সহ-সভাপতি খায়রুল বাশার।
সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জের সভাপতি আবু সাউদ মাসুদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, বিএফইউজের কোষাধ্যক্ষ আলমগীর হোসাইন, তথ্য সম্পাদক আবু বক্কর, নির্বাহী সদস্য আবু হানিফ, বিএফইউজের সদস্য জালালউদ্দিন বারী, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দিপু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, সহসভাপতি বিল্লাল হোসেন রবিন ও সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান।