ভাষা সৈনিক আবুবকর সিদ্দিকীর ২১তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার
নারায়নগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক খবরের পাতার সম্পাদক , সিনিয়র আইনজীবি এডভোকেট মাহবুবুর রহমান মাসুমের পিতা ভাষা সৈনিক ও নারায়নগঞ্জ চেম্বার অফ কমার্সের প্রতিষ্ঠাকালীন আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব এম আবু বকর সিদ্দিকীর ২১তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার। এ উপলক্ষে ১২ নভেম্বর মরহুমের পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে-ভোরে মরহুমের কবর জিয়ারত, পবিত্র কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বাদ আছর নারায়ণগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে (পুরাতনকোর্ট) মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। মরহুমের আত্মীয়স্বজন, শুভাকাঙ্খীদের এই মিলাদ ও দোয়া মাহফিলে অংশ গ্রহণ করার জন্য মরহুমের পরিবারের পক্ষ থেকে এডভোকেট মাহবুবুর রহমান মাসুম বিনীত অনুরোধ জানিয়েছেন।
এম আবু বকর সিদ্দিক আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলনে অংশ নিয়ে কারাবরণ করেন। ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ে নারায়ণগঞ্জে তাঁর উল্লেখযোগ্য ভূমিকা ছিল। এরপর যুক্তফ্রন্টের বিপর্যয়ের পর তিনি রাজনৈতিক কর্মকান্ড থেকে নিজেকে সরিয়ে নেন। সেসময়ে তার রচিত একমাত্র রাজনৈতিক উপন্যাস “আবার সূর্য উঠবে” পাঠক সমাজে বিপুল সমাদৃত হয়েছিল। তিনি মহিলা মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক এবং নারায়ণগঞ্জ আদর্শ স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি ও কিন্ডার কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তিনি নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের কার্যকরী পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন এবং নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ধান-চাল মিলস মালিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি দায়িত্ব পালন করেছেন।২০০৩ সালে ১২ নভেম্বর ৭৫ বৎসর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। ডিআইটি মসজিদে সন্মূখে বঙ্গবন্ধু সড়কে জানাযা শেষে পাইকপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।