ইয়ার্ন মার্চেন্টস থেকে লিটন সাহা আউট, নতুন সভাপতি সোলায়মান
বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস্ এসোসিয়েশনের সভাপতি ও ইসি সদস্যপদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে ছাত্র আন্দোলনের হত্যা মামলায় গ্রেফতার লিটন সাহাকে। সংগঠনের নতুন সভাপতি হয়েছেন এম. সোলায়মান ও সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মুসা। শনিবার ৯ নভেম্বর দুপুরে এসোসিয়েশনের কার্যকরী পরিষদের জরুরী সভায় এই ঘোষণা দেয়া হয়।
সভায় এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি-অশোক মহেশ্বরী, ইসি সদস্য- জয় সাহা ও বিশ্বজিত সাহা ইতিপূর্বে অনুষ্ঠিত কোন মাসিক সভায় উপস্থিত না থাকায় তাদের ইসি সদস্যপদ বানিজ্য নীতিমালা এবং গঠনতন্ত্র অনুযায়ী বাতিল বলে বিবেচিত হওয়ায় তাদের এবং লিটন সাহার স্থলে এম. সোলয়ামান, মোঃ মাহফুজুর রহমান খান, মো. যোবায়ের আলম ঝলক ও মামুন পুস্তিকে ইসি সদস্য হিসাবে অন্তর্ভূক্ত করা হয়।
কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন যথাক্রমে- সহ সভাপতি পদে মোজাম্মেল হক, মোস্তফা এমারানুল হক মুন্না, সঞ্জিত রায়, পরিচালক পদে মো. মজিবুর রহমান, মো. আমিন উদ্দিন, মো. তাজুল ইসলাম টুটুল, মো. সিরাজুল হক হাওলাদার সিরাজ, মো. আকবর হোসেন, মো. আকরাম, গৌতম সাহা, মো. তাইজ উদ্দিন আহমেদ, মো. মাহমুদুল হাসান মনির, মো. জাহিদ হাসান, জীবন সাহা, মো. মজিবর রহমান ও অসীম কুমার সাহা।
বর্তমান কার্যকরী পরিষদ স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতি আস্থাশীল থেকে আগামীতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার ব্যাপারে সভায় সিদ্ধান্ত নেয়া হয়।