ফুলপাখি পাঠশালার ৪ দিনব্যাপী চিত্রকর্ম প্রদর্শনী শুরু
শিশুদের ১১৪টি চিত্রকর্ম নিয়ে চারদিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করেছে ‘ফুলপাখি সাংস্কৃতিক পাঠশালা’। শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রদীপ জ্বালিয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী রণজিৎ দাস।
উদ্বোধক রণজিৎ দাস বলেন, ‘আমরা প্রকৃতভাবে সবাই শিল্পী। তবে কেউ কেউ ছবি আঁকে কেউ-বা ছবিকে ভালোবাসে। জীবনকে ভালোবাসি, নিজেকে ভালোবাসি। এই অস্থির সময় সারাবিশ্বে সুস্থ দেহ এবং সুস্থ মানসিকতা নিয়ে বাঁচার জন্য শিল্প সংস্কৃতির চর্চা অনিবার্য। তাই আপনারা সন্তানদেরকে মোবাইল ফোন থেকে দূরে রাখবেন, এবং তাদেরকে কো-কারিকুলামের প্রতি দৃষ্টি রাখবেন।’
ফুলপাখি সাংস্কৃতিক পাঠশালার পরিচালক জাহিদ হৃদয় বলেন, ‘অস্থির সময়ে ধূসর পর্দা সরিয়ে শিশুদের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে চাই।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের অধ্যক্ষ শিল্পী সামছুল আলম আজাদ, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি প্রদীপ ঘোষ বাবু, ভবানী শংকর রায়, নারায়ণগঞ্জ ফটোগ্রাফিক ক্লাবের সভাপতি জয় কে রায় চৌধুরী, শিল্পী নাসির আহম্মেদ, শিল্পী মুনতাসির মঈন, মাহবুবুর রহমান চঞ্চল।
এ সময় সেরা ১০ চিত্রকর্মের জন্য অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে সাংস্কৃতিক আয়োজন চলে।
ফুলপাখি পাঠশালা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, শিশু শিল্পীদের হাতে রঙ-তুলির ছোঁয়ায় ১১৪ চিত্রকের্ম রঙিন হয়ে উঠেছে পাঠশালা প্রাঙ্গণ। খুদে শিল্পীদের হাতের ছোঁয়ায় ফুটে উঠেছে রূপসী বাংলাদেশ ও বৈচিত্র্যময় বিভিন্ন চিত্রকর্ম। চিত্রকর্মে ফুটে উঠেছে শিশুমনের কল্পনার জগৎ।
‘ফুলপাখি সাংস্কৃতিক পাঠশালা’ প্রাঙ্গণে প্রতিদিন বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত এ প্রদর্শনী চলবে। প্রদর্শনী শেষ হবে ১১ নভেম্বর।