হত্যা মামলায় লিটন সাহা গ্রেফতার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একটি হত্যা মামলায় সুতা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি লিটন সাহাকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২ নভেম্বর) ভোররাত তিনটার দিকে ঢাকার বেইলী রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারেক আল মেহেদী।
তিনি বলেন, “নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা পুলিশের এক অভিযানে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা রয়েছ৷ তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে৷ ওই হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে৷’
লিটন সাহা ওসমান পরিবারের ঘনিষ্টজন হিসেবে পরিচিত। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের গত নির্বাচনে ওসমান পরিবারের এক কাউন্সিলর প্রার্থীর পক্ষে টাকা বিলি করে তিনি সমালোচিত হন।
টানবাজারে লিটন সাহা ছিলেন অঘোষিত গডফাদার। তার বিরুদ্ধে হুন্ডি, চাঁদাবাজিসহ অবৈধভাবে বন্ড সুতার সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগ আছে। বিভিন্ন সময় ব্যবসায়ীদের হুমকি দেয়ারও অভিযোগ আছে তার বিরুদ্ধে।