রণবনে ‘অনুরক্তি’র শুরু
নিতাইগঞ্জে রণবন আর্ট স্পেসে তৃতীয়বারের মত ৮ জন শিল্পীর শিল্পকর্ম নিয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্প প্রদর্শনী 'অনুরক্তি'। শিল্পীদের নানা রকম শিল্পকর্মে মুগ্ধ দর্শনার্থীরা। বিশেষ করে নতুন শিল্পী আরিফ ইসলাম ও দশম শ্রেণির ছাত্র বাঁধন দাসের শিল্পকর্ম নজর কেড়েছে অনেকের৷
শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় সরেজমিনে রণবন আর্ট স্পেসের গ্যালারিতে প্রবেশ করতেই চোখে পড়ে শুকনো গাছের ডাল ও লতাপাতা দিয়ে তৈরি এক বটতলা। যেখানে কাঠের তৈরি ফ্রেমে সাজানো শিল্পী আরিফ ইসলামের বিভিন্ন শিল্পকর্ম।
এ যেন অন্য এক পরিবেশ। তাই শিল্পকর্মের সাথে ছবি তুলতে ব্যস্ত সময় পার করতে দেখা যায় দর্শনার্থীদের।
শিল্পী আরিফ ইসলাম সময় কাটান বনে-বাদারে ঘুরে বেড়িয়ে৷ গাছ আর প্রকৃতির সাথে তার আত্মিক যোগাযোগ। গাছ, ফুল, লতাপাতা আর প্রাণীর প্রতি প্রবল আকর্ষণ থেকে নিজের মতো করে গড়ে তুলেছেন স্বপ্নের ঘর। প্রাকৃতিকভাবে পাওয়া সম্পদ নুড়িপাথর, শামুক, ঝিনুক, লতাপাতাকে নিজের মতো সাজাতে ভালবাসেন। সেইভাবেই প্রকৃতি থেকে পাওয়া সম্পদ থেকে গড়ে তুলেন নানান ধরনের অলংকার।
দর্শনার্থী অর্পিতা রানী বলেন, শিল্পকর্মগুলো অনেক সুন্দর। এ ধরণের অলংকার চাইনিজ শিল্পীদের করতে দেখেছি। প্রথম সরাসরি কোনো শিল্পীর এ ধরণের কাজ দেখছিল। ভালো লাগছে।
গ্যালারির ডান পাশে দেখা যায় ২০টি ছোট বড় ফ্রেমে বাঁধাই 'ক্লে' দিয়ে তৈরি দেবদেবীর মূর্তি। নিপুন হাতে ফুটিয়ে তোলা হয়েছে দেবী দুর্গা, শিব ও গণেশের অবয়ব।
নিম্নবিত্ত পরিবারে বেড়ে ওঠা বাঁধন কখনো প্রতিষ্ঠানিকভাবে প্রশিক্ষণ না নিলেও ছোটবেলা থেকেই ভাস্কর্য গড়ার নেশা ছিল তার। 'ক্লে' দিয়ে কখনো ময়ূর, কখনো হাতি কিংবা তার আগ্রহের জায়গা হয়ে ওঠে বিভিন্ন দেবদেবীর মূর্তি।
বাঁধনের কাজে মুগ্ধ শিল্পী লিটন সরকার বলেন, ‘বাঁধনের কাজ খুবই ভালো, ডিটেইল্ড। এ বিষয়ে পড়াশোনা করলে অনেক ভালো করতে পারবে।’
এছাড়া আয়না দিয়ে তৈরি ভাস্কর্য শিল্পী নাসির আহমেদ শিল্পকর্ম, শিল্পী রাজীব শীলের গ্রাফিতি, সুমিত দাস ও দেখা অদেখা দল, 'ক্লে' দিয়ে তৈরি ৭ বছরের চৈতি রানি কর্মকারের ভাস্কর্য ও গৃহিণী আল্পনা মন্ডলের হাতের তৈরি অলংকারও দেখা যায়।
আয়োজক রণবীর রায় চৌধুরী স্মৃতি সংসদের ফাউন্ডার জয় কে রায় চৌধুরী বলেন, ‘৩২ বছর বাবা রণবীর রায় চৌধুরী অনেক আয়োজন করে শ্যামা পূজা করছেন। তার পর গত ১৯ বছর আমি সে ধারা ধরে রেখেছি। গত তিন বছর ধরে পূজার পাশাপাশি পেশাদার-অপেশাদার শিল্পীদের শিল্পকর্ম নিয়ে প্রদর্শনীর করছি। শিল্পী হিসেবে ভালো লাগার জায়গা থেকে এ উদ্যোগ।’
তিনি আরও বলেন, ‘শিল্পীদের স্পেস দেয়া উচিত। শিল্পীদের সুযোগ, চর্চা, নতুন কিছু সৃষ্টির স্থান করে দেয়াই রনবণ আর্ট স্পেসের উদ্দেশ্য। এ বছর ৪ জন প্রতিভাবান নতুন শিল্পীর শিল্পকর্ম আমরা প্রদর্শনীতে তুলে ধরেছি। এর মধ্য দিয়ে আমরা শিল্পীদের আরও সৃষ্টিশীল ও অনুপ্রেরণা দিতে চাই।’