অসিতের বাড়িতে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি ত্বকী মঞ্চের
সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাসের বাড়িতে হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। সেই সাথে এখনো পুলিশ মামলা নেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সংগঠনের আহবায়ক রফিউর রাব্বি ও সদস্য সচিব হালিম আজাদ যৌথ বিবৃতিতে গ্রেপ্তারের দাবি জানান।
বিবৃতিতে তারা বলেন, গত রবিবার দিনগত মধ্যরাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলার অসিত বরণ বিশ্বাসের বাড়িতে সশস্ত্র হামলার আমরা তীব্র নিন্দা জানাই। রিয়াদ হাসান ও শারমিন হাবিব বিন্নির নেতৃত্বে ২০/৩০ জন সন্ত্রাসী বাসার দরজা ভেঙে এ হামলা চালালেও আজো পর্যন্ত এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা গ্রহণ না করায় আমরা বিস্মিত হয়েছি। আমরা দেখেছি শেখ হাসিনার শাসনামলে গত দেড় দশক এই পুলিশ কী ভাবে জনগণের বিপক্ষে গিয়ে আইনের ব্যাত্যয় ঘটিয়ে চলেছে। ছাত্র-জনতার এমনি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের পরেও পুলিশের সে ভূমিকা আমাদের কোনভাবেই কাম্য নয়। আমরা চাই দ্রæত মামলা গ্রহণ করে সকল অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সুবিচার নিশ্চিৎ করা হবে। বিচারহীনতার সংস্কৃতি আমরা পরিবর্তিত বাংলাদেশে কোনভাবেই সহ্য করবো না।