২৪ এপ্রিল ২০২৫

প্রকাশিত: ১৯:০৯, ৫ জানুয়ারি ২০২২

আপডেট: ২১:৫৯, ৫ জানুয়ারি ২০২২

নারায়ণগঞ্জের নতুন ডিসি মঞ্জুরুল হাফিজ

নারায়ণগঞ্জের নতুন ডিসি মঞ্জুরুল হাফিজ

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজকে এই পদে নিয়োগ দেয়া হয়েছে। বর্তমান জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহকে সড়ক ও জনপথ বিভাগের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।

বুধবার (৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ ও বদলির আদেশ জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব কে এম আল-আমিন ও শাহিন আরা বেগম। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

গত বছরের ৪ জানুয়ারি নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন মোস্তাইন বিল্লাহ।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়