সোনারগাঁয়ে অবৈধ ব্যাটারি কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা সাদিপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বিষ্ণুপুরা এলাকায় কাজীপাড়া ব্রিজ সংলগ্ন রাস্তার পাশে অবস্থিত একটি অবৈধ ব্যাটারি কারখানা বন্ধের দাবিতে এলাকাবাসীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
এসময় এলাকাবাসীরা জানান, বন্দর উপজেলার শ্রীরামপুর এলাকার ব্যাটারি ব্যবসায়ী আলমগীরের নেতৃত্বে এই অবৈধ ব্যাটারি কারখানা পরিচালিত হয়ে আসছে। এলাকাবাসীর অভিযোগ, এই কারখানার কারণে এলাকায় সিসার বিষ ছড়িয়ে পড়ছে, যা গবাদি পশু, জনস্বাস্থ্য এবং পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। সিসার দুষণে এলাকাবাসী বিভিন্ন রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছেন। বিষ্ণুপুরা, কাজহরদী, টালটেকি, কাজীপাড়া, কাইনলী ভিটা, শ্রীরামপুরসহ আশপাশের এলাকায় লোকজনের মধ্যে চোখের অসুখ, হাঁপানি, শ্বাসকষ্ট এবং অন্যান্য মরণব্যাধি রোগ দেখা দিয়েছে।
এলাকার বাসিন্দাদের অভিযোগ, ব্যাটারি কারখানার বিষাক্ত বর্জ্যের কারণে কৃষি জমিতে ফসল ফলছে না, গাছে ফল ধরছে না এবং পুকুরে মাছও বাঁচছে না। এসব কারণে তারা পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ব্যাটারি কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি বিষ্ণুপুরা থেকে শুরু হয়ে কাজহরদী পর্যন্ত গিয়ে শেষ হয়।