সোনারগাঁয়ে চেকপোস্টে ৭ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের চেকপোস্ট অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার আষাড়িয়ারচর এলাকায় মেঘনা টোলপ্লাজার পশ্চিম পাশে ঢাকা-মুখী মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত মো. মামুন (৩০), মুন্সীগঞ্জের গজারিয়া থানার ভবেরচর এলাকার আব্দুর রশিদের ছেলে।
থানা সূত্রে জানা যায়, ওইদিন ঈগল-৭৭ টহল ডিউটি পরিচালনার সময় এসআই (নিঃ) মো. শহীদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঝাউচর এলাকায় অবস্থান করছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কুমিল্লা দিক থেকে একটি মোটরসাইকেলে একজন মাদক কারবারি ইয়াবা বহন করে ঢাকার দিকে আসছে। তাৎক্ষণিকভাবে বিষয়টি ওসি মো. মফিজুর রহমানকে অবহিত করে পুলিশের একটি দল আষাড়িয়ারচর এলাকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু করে।
রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে সন্দেহভাজন মোটরসাইকেলটি পৌঁছালে পুলিশ তাকে থামানোর সংকেত দেয়। তখন চালক দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে গ্রেপ্তার করা হয়। পরে তার সঙ্গে থাকা কালো ব্যাগ তল্লাশি করে ৩৫টি কালো রঙের জিপারের ভেতর প্রতিটিতে ২০০ পিস করে মোট ৭,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২১ লাখ টাকা।
এছাড়াও তার কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামুন দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার (১৮ এপ্রিল) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।