০২ এপ্রিল ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:০৩, ২৯ মার্চ ২০২৫

সোনারগাঁ জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

সোনারগাঁ জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

সোনারগাঁ জার্নালিস্ট ক্লাব এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের সভাপতি ফারুকুল ইসলাম ও সাধারণ সম্পাদক নুর নবী-এর নেতৃত্বে আয়োজিত এই মাহফিলে ক্লাবের সকল সদস্যসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

শনিবার (২৯ মার্চ) উদবগঞ্জ উপজেলা গেটের বিপরীতে আমিন সুপার মার্কেটের দ্বিতীয় তলায় সোনারগাঁ জার্নালিস্ট ক্লাবের নিজস্ব কার্যালয়ে ফারুকুল ইসলাম এর সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রমজানের পবিত্রতা ও গুরুত্ব নিয়ে আলোচনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

ইফতার মাহফিল শেষে ক্লাবের সদস্যদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়। ক্লাবের সভাপতি ফারুকুল ইসলাম বলেন, “এই ক্ষুদ্র উপহার আমাদের ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করবে। আমাদের লক্ষ্য, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বজায় রাখা।”

ইফতার মাহফিল শেষে ক্লাবের সদস্য মাজেদ ভূঁইয়া এর উপর হামলার তীব্র নিন্দা জানানো হয় এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি করা হয়। ক্লাবের নেতৃবৃন্দ বলেন, “সাংবাদিকদের উপর যেকোনো ধরনের হামলা স্বাধীন গণমাধ্যমের উপর আঘাত। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

সর্বশেষ

জনপ্রিয়