মাদক মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত একই পরিবারের ৩ জন গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় র্যাব-১১ এর একটি বিশেষ দল অভিযান চালিয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ৩ পলাতক আসামিকে গ্রেফতার করেছে।
বুধবার (১৯ মার্চ) সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাব-১১ অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদি নতুন মহল্লা এলাকা থেকে তাদের গ্রেফতার করে। র্যাব-১১ এর স্কোয়াড্রন লিডার মো. ইশতিয়াক হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাবিলগঞ্জ এলাকার মৃত করিমের ছেলে মো. লিটন মিয়া (৫১), তার স্ত্রী নাজমা বেগম (৩৮), সন্তান মো. নাহিদ আলম (২২)।
র্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ছিল এবং তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। র্যাব-১১ তাদেরকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সোনারগাঁও থানায় হস্তান্তর করেছে।