০২ এপ্রিল ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৪৭, ১৭ মার্চ ২০২৫

সোনারগাঁয়ে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সোনারগাঁয়ে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাংবাদিকদের সম্মানে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের উদ্যোগে সোনারগাঁ উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়ামে এই আয়োজন করা হয়।

সোনারগাঁ সাংবাদিক ফোরামের সভাপতি মো. শাহজালালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী প্রিন্সিপাল মাওলানা ড. মো. ইকবাল হোসেন ভূঁইয়া।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারি মো. হাফিজুর রহমান, সহ-সেক্রেটারি মো. আবু সাইদ মুন্না, কর্ম পরিষদ সদস্য মো. আশরাফুল ইসলাম, দেওয়ান মো. খোরশেদ আলম, সোনারগাঁ উপজেলা উত্তর আমির মো. ইসহাক মিয়া, সোনারগাঁ উপজেলা দক্ষিণ আমির মাহবুবুর রহমান, দেশ টিভির সিনিয়র সাব এডিটর মো. রুহুল আমীন।

অনুষ্ঠানে সোনারগাঁয়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মাওলানা ড. মো. ইকবাল হোসেন ভূঁইয়া বলেন, “সঠিক সংবাদ প্রকাশের কারণে সোনারগাঁয়ের যে সকল সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ও রাজনৈতিক মামলা হয়েছে, সেই মামলার দায়িত্বভার আজ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী গ্রহণ করল। সাংবাদিকরা সমাজের দর্পণ ও আয়না। তাদের থামিয়ে রাখা যাবে না।”

তিনি আরও বলেন, “সোনারগাঁয়ে চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাসী কার্যক্রম, ভূমিদস্যুতা ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্ম চালানো হচ্ছে। এসব অপরাধীদের মুখোশ উন্মোচন করতে হবে এবং সত্য প্রকাশে কোনো আপোষ করা যাবে না।”

সর্বশেষ

জনপ্রিয়