২৬ ডিসেম্বর ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৫২, ১০ ডিসেম্বর ২০২৪

ছাত্র আন্দোলনের নেতাদের মাইক্রোবাস আটকে ছিনতাই: গ্রেফতার দুই

ছাত্র আন্দোলনের নেতাদের মাইক্রোবাস আটকে ছিনতাই: গ্রেফতার দুই

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের মাইক্রোবাস আটকে ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তরা হলেন পিরোজপুর এলাকার বাসিন্দা বিল্লাল হোসেন (৫০) এবং পাশের গ্রামের মোবারক হোসেন (৩০)।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী জানিয়েছেন, সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তিনি বলেন, "গ্রেফতারকৃতরা চিহ্নিত ছিনতাইকারী এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের আইনানুগ কার্যক্রম শেষে আদালতে পাঠানো হয়েছে।"

একইসঙ্গে ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধারে এবং বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ওসি।

সর্বশেষ

জনপ্রিয়