সোনারগাঁয়ে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ আল আমিন (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আল আমিন কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার উলুল সোয়া কাজিবাজার এলাকার মজিবুর রহমানের ছেলে।
শনিবার (৬ ডিসেম্বর) ভোরে মেঘনা টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) আল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স। এ সময় তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারী জানান, আল আমিন দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
এসআই আল ইসলাম বলেন, "গোপন তথ্যের ভিত্তিতে মেঘনা টোল প্লাজার সামনে একটি যাত্রীবাহী বাস থেকে আল আমিনকে আটক করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।"
গ্রেফতারকৃত আল আমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে ওসি এমএ বারী জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।