০৫ ডিসেম্বর ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:০২, ৩ ডিসেম্বর ২০২৪

সোনারগাঁয়ে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সোনারগাঁয়ে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রাকিব হাওলাদার (২২) ও হাছান গাজী (৩০) নামে দুই মাদক কারবারিকে ৪ কেজি গাঁজাসহ আটক করেছে থানা পুলিশ। সোমবার বিকেলে পিরোজপুর ইউনিয়নের আষারিয়ারচর মেঘনা টোল প্লাজা এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করে।

আটককৃতরা হলেন, বরগুনা জেলার আমতলী থানার চাওড়া গ্রামের জসিমউদ্দীন হাওলাদারের ছেলে রাকিব হাওলাদার, একই এলাকার ধলু গাজীর ছেলে হাছান গাজী।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। সোনারগাঁ থানা পুলিশ মাদক নির্মূলে কঠোর অবস্থানে রয়েছে বলে জানান ওসি।

সর্বশেষ

জনপ্রিয়