০৫ ডিসেম্বর ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৫৫, ৩ ডিসেম্বর ২০২৪

সোনারগাঁয়ে হামলায় চিকিৎসাধীন আহত যুবকের মৃত্যু 

সোনারগাঁয়ে হামলায় চিকিৎসাধীন আহত যুবকের মৃত্যু 

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ছোট কোরবানপুর (মাদলাপাড়া) এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষের জেরে শাহজাহান (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত শাহজাহান পার্শ্ববর্তী দুধঘাটা গ্রামের আল ইসলামের ছেলে।

নিহতের মা রিনা বেগম জানান, গত ২৮ নভেম্বর সন্ধ্যায় প্রতিপক্ষ মাদক ব্যবসায়ী ইমরান ও বিজয়সহ ৬-৭ জন সন্ত্রাসী মোবাইল ফোনে শাহজাহানকে তার বাড়ি থেকে ডেকে নেয়। ছোট কোরবানপুর (মাদলাপাড়া) এলাকায় পৌঁছানোর পর তারা শাহজাহানকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে।

তার চিৎকার শুনে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে ঢাকার মালিবাগের প্রাইম হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার (২ ডিসেম্বর) রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শাহজাহান মারা যান।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর নিহতের পরিবার থানায় হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

সর্বশেষ

জনপ্রিয়