সোনারগাঁয়ে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ উদ্বোধন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্থানীয় সরকার ইন্সটিটিউট (এনআইএলজি) কর্তৃক উপজেলা প্রশাসনের সহায়তায় আয়োজিত ইউনিয়ন পরিষদের ১৬টি উপজেলার গ্রাম পুলিশদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন করেন জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউটের মহাপরিচালক মো. আব্দুল কাইয়ুম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুদার, আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট মো. জাহিদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) শেখ বিল্লাল হোসেন, সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী প্রমুখ।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সদস্য ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।