০৬ এপ্রিল ২০২৫

প্রকাশিত: ১৫:১৯, ৩০ জুলাই ২০২২

আপডেট: ১৫:২২, ৩০ জুলাই ২০২২

সোনারগাঁয়ে যুবককে পেটানোর ভিডিও ভাইরাল, ‘পুলিশের সোর্স’ গ্রেপ্তার

সোনারগাঁয়ে যুবককে পেটানোর ভিডিও ভাইরাল, ‘পুলিশের সোর্স’ গ্রেপ্তার

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক যুবককে বেধরক পেটানোর ভিডিও ভাইরালের ঘটনায় অভিযুক্ত শাহ্ আলমকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। গত জুন মাসের একটি ডাকাতির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান জানান।

গ্রেপ্তার শাহ্ আলম স্থানীয়ভাবে ‘পুলিশের সোর্স’ হিসেবে পরিচিত। যদিও সোর্সের বিষয়টি অস্বীকার করছে পুলিশ। ওসি বলেন, শুক্রবার (২৯ জুলাই) সোনারগাঁয়ের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে শাহ্ আলমকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। ওই মামলায় এর আগে গ্রেপ্তারও হয়েছিল সে। তার সাথে পুলিশের কোন সম্পর্ক নেই। সে পুলিশের ‘নাম ভাঙিয়ে’ চলতো কিনা সেই বিষয়ে তদন্ত চলছে।

এদিকে ফেসবুকে ভাইরাল ভিডিওতে দেখা যায়, খালি গায়ে হাতে সবুজ রঙের প্ল্যাস্টিকের পাইপ দিয়ে গানের তালে দুলতে দুলতে এক যুবককে পেটাচ্ছেন শাহ্ আলম। নির্যাতনের শিকার যুবকের চিৎকারও শোনা যায় ভিডিওতে। গত শুক্রবার স্থানীয় অনেকেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করতে থাকেন। স্থানীয়রা অভিযুক্ত শাহ্ আলমকে পুলিশের সোর্স হিসেবে চিহ্নিত করেন।

স্থানীয় এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, শাহ্ আলম পুলিশের সোর্স হিসেবে কাজ করতো। পুলিশের সাথে সখ্যতা থাকায় স্থানীয়ভাবে বেশ প্রভাব বিস্তার করতো সে। মাদক ব্যবসার সাথেও জড়িত থাকলেও থানায় নিয়মিত যাতায়াত ছিল শাহ্ আলমের।

শাহ্ আলম সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিউনের চিনিস গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে।

পুলিশ কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, যাকে মারধর করা হয়েছে সেও ডাকাত দলের সদস্য। একইসাথে কাজ করতো তারা। লেনদেন নিয়ে দ্বন্দ্বে ওই যুবককে পেটায় শাহ্ আলম। ভাইরাল হওয়া ভিডিওটি ২০২০ সালের শুরুর দিকে ধারণ করা। পুলিশের নাম ব্যবহার করে অবৈধভাবে অর্থ আদায় করতে পারে। তবে সে মূলত একজন ডাকাত ও মাদক ব্যবসায়ী।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়