২০ এপ্রিল ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৪২, ১৮ এপ্রিল ২০২৫

সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎমিস্ত্রির মরদেহ উদ্ধার, হাত ও পায়ে আঘাতের চিহ

সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎমিস্ত্রির মরদেহ উদ্ধার, হাত ও পায়ে আঘাতের চিহ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আব্দুর রহিম (৪০) নামে এক বিদ্যুৎমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে মিজমিজি কালুহাজী রোড এলাকার বালুর মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুর রহিম, মিজমিজি আব্দুল আলী পুল এলাকার সাদেকের বাড়ির মৃত আবদুস সালাম তালুকদারের ছেলে। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেকে রেখে গেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, নিহতের হাত ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তার বুকের ওপর একটি প্লাস (বিদ্যুৎ সংযোগের সরঞ্জাম) পাওয়া গেছে।

নিহতের বড় ভাই আব্দুর রব বলেন, “আমার ভাই একজন বিদ্যুৎমিস্ত্রি। বৃহস্পতিবার আসরের নামাজের পর বাসা থেকে বের হয়। রাতে আর ফিরে আসেনি। সকালে জানতে পারি ভাইয়ের মরদেহ পড়ে আছে। আমাদের ধারণা, তাকে হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে।”

রহিমের স্ত্রী লিপি বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার স্বামী বিদ্যুতের কাজ করে আমাদের সংসার চালাত। আমার সন্তানদের যে এতিম করলো, আমরা সেই হত্যাকারীদের বিচার চাই।”

ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ জানান, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করি। বিদ্যুৎস্পৃষ্ট হলে যেসব দাগ শরীরে দেখা যায়, তেমন চিহ্ন রহিমের হাতে ও পায়ে রয়েছে। এটি দুর্ঘটনা নাকি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড, তা ময়নাতদন্তের রিপোর্ট পেলেই নিশ্চিত হওয়া যাবে।”

মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ

জনপ্রিয়