সিদ্ধিরগঞ্জে প্রায় ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন উদ্ধার, গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরিবেশ দূষণকারী প্রায় আট লাখ টাকার ৫ হাজার ৬২০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার ভোর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে সাজেদা হসপিটালের সামনে থেকে পলিথিনগুলো উদ্ধার করা হয়।
রবিবার দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছেন শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ টিআই মো. আবু নাঈম সিদ্দিকী।
গ্রেপ্তারকৃতরা হলেন- কাভার্ডভ্যানের চালক মো. রফিক (৫০), সহকারী মনির হোসেন (৩২) ও মো. আরিফ (৩১)।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ টিআই মো. আবু নাঈম সিদ্দিকী বলেন, ভোর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালানো হয়। এ সময় একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ন ১৩-৭৩৩৮) থেকে পাঁচ হাজার ৬২০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। যার বাজার মূল্য সাত লাখ ছিয়াশি হাজার আটশ টাকা। পরে চালক ও দুই সহকারীকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে।