সিদ্ধিরগঞ্জে দুই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে জিসান (২৭) ও আব্দুল কাদির (৩০) নামে দুই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে রুপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকা থেকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।
শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিনূর আলম। তিনি জানান, গ্রেপ্তারকৃতরা বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টা মামলার আসামি। দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত জিসান নারায়ণগঞ্জ মহানগরীর নাসিক ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি এবং কাদির ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
স্থানীয়রা জানায়, গত বছরের জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে প্রতিহত করতে জিসান ও তার সহযোগীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লাঠি হাতে মহড়ায় নামে এবং আন্দোলনকারীদের উপর হামলা চালায়। সে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তিন নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহজালাল বাদল এর অন্যতম সহযোগী।