সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারী সন্দেহে আটক, অস্ত্র উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারী সন্দেহে মারধর করে একজনকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। এসময় তার কাছ থেকে একটি রিভালবার ও ম্যাগজিন উদ্ধার করা হয় বলে জানা যায়। মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি দিবাগত গভীর রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি বাসস্ট্যান্ড সংলগ্ন একটি ইজিবাইকের গ্যারেজে এ ঘটনাটি ঘটে।
আটককৃতের নাম জাহিদুল হাসান রেহান (২২)। সে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকার আনসার আলীর ছেলে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনূর আলম জানান, মঙ্গলবার দিবাগত গভীর রাতে স্থানীয় জনতা জাহিদুল হাসান রেহান নামে একজনকে আটক করে। এ সময় তাকে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি দিলে সে আহত হয়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় রেহানকে উদ্ধার করে। এসময় ওই গ্যারেজ থেকে একটি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। আহত জাহিদুল হাসান রেহান বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধিন রয়েছে।