আইলপাড়ায় মানব কল্যাণ পরিষদের কম্বল বিতরণ
শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ পরিষদের উদ্যোগে পাঠানটুলী আইলপাড়া এলাকায় কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) বিকেলে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় এ উদ্যোগ বাস্তবায়িত হয়। মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার তত্ত্বাবধানে শীতার্তদের মাঝে কম্বল বিতরণে অংশ নেন নারী উদ্যোক্তা আয়শা আক্তার, সমাজকর্মী মো. ইমতিয়াজ ভূঁইয়া, মো. সেলিম, এবং পশ্চিম আইলপাড়া এলাকার পঞ্চায়েত কমিটির দায়িত্বশীল মো. চুন্নু।
এছাড়াও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক হাসান, হৃদয়সহ অন্যান্য সদস্যরা।