সিদ্ধিরগঞ্জে বিকাশ ব্যবসায়ীর পৌনে ৩ লাখ টাকা ছিনতাই
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শাহ জামান নামে এক বিকাশ ব্যবসায়ীর কাছ থেকে একটি ব্যাগে থাকা নগদ পৌনে ৩ লাখ টাকা ও ফ্ল্যাক্সিলোডের কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (২০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডের মিজমিজি দক্ষিণপাড়ার আমজাদ মার্কেট এলাকায় এই ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ী শাহ জামান জানান, তিনি তার দোকান বন্ধ করার সময় হঠাৎ এক ছিনতাইকারী তাকে পেছন থেকে আঘাত করে এবং তার হাতে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ব্যাগে নগদ টাকা এবং মোবাইল ফোন ছিল। তিনি প্রায় আধা কিলোমিটার দৌড়ে ছিনতাইকারীকে ধরতে চেষ্টা করলেও পারেননি।
এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম জানান, ঘটনার পর পুলিশ টিম পাঠানো হয়েছে এবং ভুক্তভোগী জামান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মামলার প্রস্তুতি চলছে এবং খোয়া যাওয়া টাকা ও মোবাইল ফোন উদ্ধারে পুলিশ কাজ করছে।