সিদ্ধিরগঞ্জে বাতান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব
নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে ১০০ নম্বর বাতান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব উদযাপিত হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ বই উৎসব অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বাতান পাড়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা জামে মসজিদ কমিটির সভাপতি এম. এ. হালিম জুয়েল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিম উদ্দিন, মনির হোসেন, রাসেদ, এবং সিরাজুল ইসলাম প্রমুখ।
এম. এ. হালিম জুয়েল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "বছরের প্রথম দিনেই তোমাদের হাতে নতুন বই তুলে দেওয়া হলো। আজ থেকেই তোমরা পাঠ্যাভ্যাস শুরু করবে এবং সত্যিকারের মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলবে। বেশি বেশি বই পড়বে, বইকে ভালোবাসবে, এবং সু-শিক্ষায় শিক্ষিত হয়ে নিজ এলাকা ও দেশের সেবায় এগিয়ে যাবে।"