জমির বিরোধে নিহত নারীর লাশ নিয়ে সড়ক অবরোধ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় লিলি বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে এবং আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। নিহত লিলি সোমবার (২ ডিসেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে রোববার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগী আশাবুদ্দিনের পরিবারের অভিযোগ, জমি নিয়ে দীর্ঘদিন ধরে একই এলাকার চান্দু মাধবরের সঙ্গে তাদের বিরোধ চলছিল। আদালতে জমির মালিকানার পক্ষে রায় পাওয়ার পর জমিতে গেলে চান্দু মাধবর, তার ছেলে মনির হোসেন, গণি মিয়া ও ওয়াদুদসহ শতাধিক বহিরাগত তাদের ওপর হামলা চালায়। দেশীয় অস্ত্র নিয়ে চালানো এ হামলায় আশাবুদ্দিন (৫৫), তার ছেলে মোঃ নাঈম (৩৪), নাজমুল (৩২), ইমু (৩০), রোমান হোসেন (২৪) এবং লিলি বেগম (৫০) গুরুতর আহত হন।
আশাবুদ্দিন অভিযোগ করেন, হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত থাকা সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব ও তার টিম কোনো সহায়তা করেনি। হামলায় আহতদের পুলিশ পিকআপে তুলে আদমজী এলাকায় নামিয়ে দেয়।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই মাহবুব বলেন, তাদের সামনে কোনো হামলার ঘটনা ঘটেনি। আহতদের সহযোগিতা করা হয়েছে।
ওসি আল মামুন জানান, নিহতের ঘটনায় ময়নাতদন্ত ছাড়া সঠিক কারণ বলা সম্ভব নয়।
সোমবার সন্ধ্যায় নিহত লিলি বেগমের লাশ নিয়ে স্বজন ও এলাকাবাসী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে বিক্ষোভ করেন। এতে মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে বিক্ষোভকারীরা লাশ নিয়ে চলে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।