ধলেশ্বরী নদী থেকে নবজাতকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ সদর থানার ধলেশ্বরী নদীর ডিগ্রিরচর ফেরিঘাট এলাকা থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৯ মার্চ) দুপুর আনুমানিক সোয়া ১টায় নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশ ডিগ্রিরচর ফেরিঘাট থেকে নবজাতকের লাশটি উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা নবজাতকের লাশ দেখতে পান স্থানীয়রা। এরপর সদর নৌ থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে অর্ধগলিত অবস্থায় এক পুরুষ নবজাতকের লাশ উদ্ধার করে। তার আনুমানিক বয়স ১ দিন।
নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) একেএম আমিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, "আজ সকালে ধলেশ্বরী নদীতে ভাসমান অবস্থায় এসএসআর ব্রিকস এর পশ্চিম পাশ থেকে ওই নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। তার আনুমানিক বয়স ১ দিন।"
তিনি আরও জানান, লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) পাঠানো হয়েছে বুধবার দুপুর আড়াইটায়।
পুলিশ ধারণা করছে, ভূমিষ্ঠ হওয়ার পর ওই নবজাতকটিকে কেউ পানিতে ফেলে দিয়ে থাকতে পারে। তদন্ত করে এ বিষয়টি বের করার চেষ্টা চলছে।