০৩ নভেম্বর ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:১৩, ১১ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ২১:১৫, ১১ সেপ্টেম্বর ২০২৩

পলিথিন কারখানায় অভিযান, ৬ টন পলিথিন ও সরঞ্জাম জব্দ

পলিথিন কারখানায় অভিযান, ৬ টন পলিথিন ও সরঞ্জাম জব্দ

নারায়ণগঞ্জে অবৈধ পলিথিন ব্যাগের উৎপাদন ও ব্যবহার বন্ধে পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান থেকে ৬ টন অবৈধ পলিথিন শপিং ব্যাগ, পিপি দানা ও পলি রোল জব্দ করা হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত মোহাম্মদ নোমানের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ, র‌্যাব-১১ এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে একটি টীম এ অভিযান চালায়।

নারায়ণগঞ্জ সদর উপজেলার পাঠাননগর এলাকায় অবস্থিত একটি বেনামী পলিথিন উৎপাদনকারী কারখানায় এ অভিযান চালানো হয়।

সোমবার বিকেল সাড়ে ৫টায় পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপপরিচালক মুহম্মদ হাফিজুর রহমানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের উৎপাদন, ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ক ধারা অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের উৎপাদন, ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়