দৌলত মেম্বার খুন: রুবেল মেম্বারসহ ১৬ আসামি রিমান্ডে
20230515201322.jpg)
প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নের সাবেক মেম্বার দৌলত হোসেন খুনের মামলায় ১৬ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ডে নিয়েছে সিআইডি৷ সোমবার (১৫ মে) সকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাওসার আলমের আদালত রিমান্ড আবেদন মঞ্জুর করেন
বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান৷
তিনি জানান, জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি সাতদিনের রিমান্ড আবেদন করেছিল৷ শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন৷ একইদিন আদালতে আসামিরা জামিন আবেদন করেন৷ তবে আদালত তা নামঞ্জুর করে আদেশ দেন৷ এর আগে গত ৯ মে ১৬ আসামি আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিরা হলেন- গোগনগর ইউনিয়নের বর্তমান মেম্বার রুবেল আহমেদ (৩৭), ইমরান (৩৪), রানা (৩০), হিমু ওরফে হিমেল (২৫), শাওন (৩০), ফাহাদ (২৬), তাওলাদ হোসেন (৩৫), আমির হোসেন (৩৭), রিহান ওরফে আবু রায়হান (২৩), হাবিবুর রহমান হাবিব (৩৮), সাদ্দাম (৩২), শুভ মিয়া (২৪), মাসুদ রানা মাসুদ (৪২), নাজির (৫৬), রাসেল (৩৮), নাজমুল (২২)।
আসামিরা সবাই নারায়ণগঞ্জ সদর উপজেলার পুরাতন ও নতুন সৈয়দপুরের বাসিন্দা।
গত বছরের ২৬ জুন রাতে গোগনগর ব্রিজের সামনে কুপিয়ে খুন করা হয় গোগনগর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার দৌলত হোসেনকে৷ নিহত দৌলত হোসেন জেলা কৃষক লীগের সাবেক সহসভাপতি ছিলেন। তীর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলা ছিল৷
প্রেস নারায়ণগঞ্জ.কম