২৭ এপ্রিল ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪১, ২৬ এপ্রিল ২০২৫

রূপগঞ্জে ভূয়া সেনা কর্মকর্তা সেজে প্রতারণার চেষ্টা, যুবক আটক

রূপগঞ্জে ভূয়া সেনা কর্মকর্তা সেজে প্রতারণার চেষ্টা, যুবক আটক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিনশ’ ফিট সড়কে চেকপোস্টের সময় নিজেকে সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয়দানকারী এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।

আটক যুবকের নাম সা অং প্র মারমা। তিনি রাঙামাটি জেলার কাউখালী থানার বেতবুনিয়া বড় বিলি পাড়া এলাকার তুই অং পু মারমার ছেলে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী জানান, শনিবার সকালে তিনশ' ফিট এলাকায় যানবাহনে তল্লাশির জন্য চেকপোস্ট বসায় রূপগঞ্জ থানা পুলিশের একটি দল। এ সময় একটি গাড়িতে থাকা সা অং প্র মারমা নিজেকে সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয় দিয়ে তল্লাশি না করার অনুরোধ জানান। তার কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে পুলিশ তাৎক্ষণিকভাবে সেনাবাহিনীর সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করে। যাচাই-বাছাই শেষে জানা যায়, তিনি সেনাবাহিনীর সদস্য নন; বরং ভুয়া পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টা করছিলেন।

পুলিশ তার কাছ থেকে একটি ভুয়া সেনা পরিচয়পত্রও উদ্ধার করে। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

ওসি লিয়াকত আলী আরও জানান, সেনা কর্মকর্তার মিথ্যা পরিচয় প্রদান ও প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রবিবার তাকে আদালতে পাঠানো হবে।

সর্বশেষ

জনপ্রিয়