অবিলম্বে জাতীয় নির্বাচনের দাবি জাসাস নেতা সানির

জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানি প্রধান অতিথির বক্তব্যে বলেন, “তারেক জিয়া জাতিকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে বাংলাদেশে স্থিতিশীল পরিস্থিতি এনেছেন। এই পরিস্থিতি বজায় রাখতে হলে, আমাদের সবার আহ্বান, অবিলম্বে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক। সেই নির্বাচনের মাধ্যমে দেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।”
শনিবার (২২ মার্চ) রূপগঞ্জ থানা, তারাব ও কাঞ্চন পৌর জাসাস এর উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, “শেখ হাসিনা পালিয়ে যায়নি, তাকে পালাতে সাহায্য করা হয়েছে। বিগত ১৬-১৭ বছর শেখ হাসিনার যে দুঃশাসন ছিল, তা দেশের মানুষ দেখেছে। স্বাধীনতার পর ১৯৭২ সালে তার পিতার নেতৃত্বে দুর্নীতি, অত্যাচার, নির্যাতন, খুন-খারাবি, গুম-খুন ছিল। বাপ-আর বেটির মধ্যে কোনো পার্থক্য নেই। বাবাকে স্বাধীনতা যুদ্ধের সময় সেইফ এক্সিট দেওয়া হয়েছিল, আর ৫ আগস্ট শেখ হাসিনাকে সেইফ এক্সিট দেওয়া হয়েছে। সে পালিয়ে যায়নি, তাকে সহায়তা করা হয়েছে। তাই ষড়যন্ত্র এখনো চলছে, তারা যে টাকা লুটপাট করেছে, বিদেশে পাচার করেছে, বাহিরে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।”
ইফতার ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন রূপগঞ্জ থানা জাসাসের সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক এ কে এম আনোয়ার হোসেন সুমন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সভাপতি মো. স্বপন চৌধুরী। তিনি বলেন, “১৭ বছর অনেক ত্যাগ স্বীকার করেছি। দেশের উন্নয়নে যদি আরও ২-৩ বছর অপেক্ষা করতে হয়, দেশের ভিতকে শক্তিশালী করতে, গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করতে, সেই ত্যাগ স্বীকার করতেও আমাদের প্রস্তুত থাকতে হবে। আমরা যারা জাসাস সংগঠনের সাথে জড়িত, আমাদের চাওয়া পাওয়ার কিছু নেই। টেন্ডারবাজি, সন্ত্রাস, লুটপাট আমাদের চাওয়া পাওয়া নয়। আওয়ামী লীগ যে পথে হাঁটছে, বিএনপি সেই পথে হাঁটতে পারে না, কারণ আমরা জনগণের প্রত্যাশা ও চেতনাকে ধারণ করি।”
স্বপন চৌধুরী আরও বলেন, “তারেক জিয়া বলেছেন, আগামীতে কঠিন পথ পাড়ি দিতে হবে। এই কঠিন পথ অতিক্রম করতে হলে আমাদের জনগণের কাছে যেতে হবে, জনগণের হৃদয় জয় করতে হবে, তাদের সেবা করে ও বিপদে পাশে দাঁড়িয়ে তাদের মন জয় করতে হবে। তাহলেই আমরা জনগণের ভোটে রাষ্ট্রক্ষমতায় যাওয়ার সুযোগ পাবো, নয়তো কোনোভাবেই রাষ্ট্রক্ষমতায় যাওয়া সম্ভব হবে না। সুতরাং, আমাদের সকলকে জনগণের জন্য কাজ করতে হবে।”