রূপগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে দুই কিশোর নিহত
![রূপগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে দুই কিশোর নিহত রূপগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে দুই কিশোর নিহত](https://www.pressnarayanganj24.net/media/imgAll/2025February/rupganj-2502051455.jpg)
রূপগঞ্জে আধিপত্য বিস্তার ও মাদক নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ছুরিকাঘাতে আহত দুই কিশোর চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
নিহত কিশোর রাশেদুল ইসলাম (১৬) তারাব দক্ষিণ এলাকার আমির হোসেনের ছেলে এবং হৃদয় (২২) রাজু মিয়ার ছেলে।
এলাকার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তারাবো পৌরসভার ৮ নং ওয়ার্ডের পুরান বাজার এলাকায় শিমুল গ্রুপ ও শ্রাবণ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। উভয় গ্রুপের সদস্যরা ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। এই সংঘর্ষের সময় ছুরি দ্বারা আহত হয় রাশেদুল ইসলাম ও হৃদয়। পরে তাদেরকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে ভোরের দিকে তাদের মৃত্যু হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং নতুন করে সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, “হত্যা মামলার প্রস্তুতি চলছে এবং অপরাধীদের গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে।”