কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ে "তারুণ্যের উৎসব-২৫"
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ে "তারুণ্যের উৎসব-২৫" শীর্ষক উন্মুক্ত আলোচনা সভায় ৯ম শ্রেণীর শিক্ষার্থী তানজিলা আক্তার জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠার দাবী জানিয়েছেন। তার মতে, আগামীর বাংলাদেশে একটি "প্রশ্ন দিবস" থাকা প্রয়োজন, যেখানে দেশের মানুষ তাদের সকল প্রশ্ন খুলে বলতে এবং সরকারকে জবাবদিহি করতে পারবে।
তানজিলা আক্তারের বক্তব্যে তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশ এমন একটি দেশ হবে যেখানে রাষ্ট্র পরিচালনায় লুটপাট, কালোবাজারি, চাঁদাবাজি, জবরদখল ইত্যাদি কোন কিছুই স্থান পাবে না। তার দাবি, দেশের নেতৃত্বে আসবে এমন একজন শাসক যার কাজের প্রশংসার পাশাপাশি তার কাজের সমালোচনা করা যাবে। তিনি বলেন, শিক্ষার মানোন্নয়ন, নারীদের ক্ষমতায়ন, মেধার ভিত্তিতে কর্মস্থলে মূল্যায়ন এবং নিরপেক্ষ বিচারব্যবস্থা নিশ্চিত করা জরুরি।
এছাড়া, কিশোর গ্যাং নির্মূল, ভোটাধিকার প্রয়োগের সুযোগ এবং কোচিং বানিজ্য বন্ধ করারও দাবি জানান তিনি।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঞ্চন পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. তারিকুল আলম। এছাড়া উপস্থিত ছিলেন সলিমউদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর মালুম, কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, পৌর নির্বাহী কর্মকর্তা নুরে আলম সিদ্দিক, সাবেক কাউন্সিলর মফিকুল ইসলাম খান, সাংবাদিক শাহেল মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ইফতেখার ভূইয়া রিদ্বীন, নিঃস্বার্থ সমাজকল্যাণ যুব সংগঠনের মাহবুব আলম শাহেদ প্রমুখ।
এছাড়া, সভায় কুইজ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতার শেষে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়।
তারুণ্যের উৎসব-২৫ এই ধরনের আলোচনার মাধ্যমে দেশের উন্নয়ন, শাসনব্যবস্থা এবং সমাজে পরিবর্তন আনার লক্ষ্যে শিক্ষার্থীদের উৎসাহিত করেছে।