১০ জানুয়ারি ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:২৯, ৮ জানুয়ারি ২০২৫

রূপগঞ্জে "বাংলাদেশ গড়ার তারুণ্যের উৎসব" অনুষ্ঠিত

রূপগঞ্জে

রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের উদ্যোগে "বাংলাদেশ গড়ার তারুণ্যের উৎসব" নামে রচনা, বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) দুপুরে গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক আমাদের রূপগঞ্জ পত্রিকার সম্পাদক মো. হানিফ মোল্লা, ইউপি সদস্য মো. বাচ্চু মিয়া, রফিকুল ইসলাম ভূঁইয়া, তপন কুমার ঘোষ, জামাল উদ্দিন মিয়া, আক্তার হোসেন, নুরুল ইসলাম, নাঈম ভূঁইয়া, রেখা আক্তার, নূর জাহান বেগম, শিল্পী আক্তার এবং গোলাকান্দাইল উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ।

অনুষ্ঠানে রচনা, বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয় অর্ধশতাধিক শিক্ষার্থী। তিনটি ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইউপি চেয়ারম্যান নাসির মিয়া। প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন উপস্থিত অতিথিবৃন্দ।

গোলাকান্দাইল ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়া বলেন, "নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্দেশনা এবং রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সহযোগিতায় এই আয়োজন সম্ভব হয়েছে। তরুণ প্রজন্মকে সৃজনশীল কাজে উৎসাহিত করার মাধ্যমে সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এই উৎসবের আয়োজন করা হয়েছে।"

সর্বশেষ

জনপ্রিয়