০৫ জানুয়ারি ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৩৩, ৩০ ডিসেম্বর ২০২৪

রূপগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

রূপগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (৩০ ডিসেম্বর) বেলা ৩টায় আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন: রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিকুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভী ফেরদৌস, পূর্বাচল অঞ্চলের সহকারী কর্মকর্তা উবায়দুর রহমান সাহেল, প্রশাসনিক কর্মকর্তা আশিকুর রহমান খান, উপজেলা প্রকৌশলী মেহমুদ মুরশেদ উল আল আমিন, রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী, সাপ্তাহিক আমাদের রূপগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. হানিফ মোল্লা, ভুলতা ইউপি চেয়ারম্যান আরিফুল হক ভুঁইয়া, গোলাকান্দাইল ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়া।

সভায় মাদক, বাল্যবিবাহ, যৌতুক নিরসনসহ সড়ক-মহাসড়কে উচ্ছেদ অভিযানের বিষয়টি স্থান পায়। এছাড়াও চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, নারী নির্যাতন, ধর্ষণ, হত্যা রোধে উপজেলা প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সহযোগিতা চাওয়া হয়। 

সর্বশেষ

জনপ্রিয়