২৭ ডিসেম্বর ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৫৬, ৬ ডিসেম্বর ২০২৪

রূপগঞ্জে ছাত্রদল নেতাদের নামে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

রূপগঞ্জে ছাত্রদল নেতাদের নামে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ছাত্রদল নেতা মাসুদুর রহমানসহ রূপগঞ্জের একাধিক ছাত্র নেতার নামে দায়ের করা 'ষড়যন্ত্রমূলক' মামলা প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকায় বিক্ষোভ মিছিল শেষে ভুলতা স্কুল অ্যান্ড কলেজ গেট এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মাসুদ রানা বাবু, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. মাসুম, রাফি আহমেদ স্বপন, রূপগঞ্জ থানা ছাত্রদল নেতা তারেক আহমেদ, রুহুল আমিন, আলামিন আহমেদ, সোনারগাঁও উপজেলা ছাত্রদল নেতা শাহাদাত হোসেন, মুড়াপাড়া ইউনিয়নের মেহেদী হাসানসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, "৫ আগস্টের পর থেকে একটি মহল রূপগঞ্জ উপজেলা বিএনপি এবং ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। আওয়ামী লীগের প্রেত্মাত্তারা ষড়যন্ত্রমূলক মামলার মাধ্যমে ছাত্রদলের নেতাদের হয়রানি করছে। এসব চক্রান্তকারীদের মুখোশ উন্মোচন করতে হবে।"

তারা আরও বলেন, "ছাত্রদল সব সময় গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। কিন্তু সরকার দলীয় প্রভাবশালী চক্র ছাত্রদলকে দমিয়ে রাখতে মামলা ও হয়রানির পথ বেছে নিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে এসব মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।" 

সর্বশেষ

জনপ্রিয়