২৭ ডিসেম্বর ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:২৮, ১ ডিসেম্বর ২০২৪

রূপগঞ্জে হামলার পর সাংবাদিকের বাড়িতে গুলি

রূপগঞ্জে হামলার পর সাংবাদিকের বাড়িতে গুলি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দৈনিক কাল বেলার স্থানীয় প্রতিনিধির জাহাঙ্গীর মাহমুদের বাড়িতে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এসময় হামলাকারীরা অস্ত্রসহ মহড়া দিলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোববার রাত সাতটার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নতুন বাজার এলাকায় ওই সাংবাদিকের বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে থেকে গুলির খোসা উদ্ধার করে। 

এর আগে গত ১৬ নভেম্বর সংবাদ প্রকাশের জেরে জাহাঙ্গীরের উপর হামলার ঘটনা ঘটে। সেসময় ইট দিয়ে তার শরীরের বিভিন্ন অংশ ও মাথা থেঁতলে দেয় হামলাকারীরা। জাহাঙ্গীর মাহমুদের উপর হামলা ও তার বাড়িতে গুলির ছোড়ার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে রূপগঞ্জ প্রেস ক্লাবসহ জেলার বিভিন্ন সাংবাদিকদের সংগঠন গুলো।   

জাহাঙ্গীর মাহমুদের অভিযোগ, জেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি মাসুদুর রহমানের অনুসারী জেলা ছাত্র দলের বহিষ্কৃত সহ সাধরণ সম্পাদক ইয়াসিন মিয়ার নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে।   

জাহাঙ্গীর মাহমুদ বলেন, তিনি কালবেলা পত্রিকায় কর্মরত থাকা অবস্থায় রূপগঞ্জের ইয়াসিন মিয়া ওরফে ফেন্সি ইয়াসিনের বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন সময় মাদক, চাঁদাবাজি, জমি দখলসহ নানা ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ১৬ নভেম্বর বেলা সাড়ে ১১ টার দিকে ইয়াসিনের নেতৃত্বে কাজল, রাব্বিল, রকি, ইমনসহ ৪০ থেকে ৫০ জনের এক দল দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা করে। এসময় হামলাকারীরা জাহাঙ্গীর মাহমুদতে ইট দিয়ে শরীরের বিভিন্ন অংশ ও মাথা থেঁতলে দেয়। হুমকি দেয় ২ লাখ টাকা চাঁদা দিতে হবে। পরে এলাকাবাসী ছুটে এলে ফাঁকা গুলি ছুঁড়ে পালিয়ে যায় হামলাকারীরা।  এ ঘটনায় রূপগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক রাসেল আহমেদ বাদী হয়ে মামলা দায়ের করেন। 

সে মামলায় রোববার দুপুরে দুই আসামি নারায়ণগঞ্জের আমলী আদালতে জামিন আবেদন করলে আদালত রাব্বিল নামে একজনকে কারাগারে পাঠায়। এর জেরে রাত সাড়ে ৭ টার দিকে জাহাঙ্গীর মাহমুদকে হত্যার উদ্দেশ্যে ঘরের জানালা দিয়ে গুলি ছুড়ে হামলকারীরা। এসময় জাহাঙ্গীরসহ তার পরিবারের সদস্যদের চি’কারে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। 

ঘটনাস্থলে যাওয়া রূপগঞ্জ থানার ভুলতা পুলিশ ফাড়ির পরির্দশক মিজানুর রহমান বলেন, সাংবাদিকের বাড়িতে হামলার খর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করছে। তবে পুলিশ আসার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। 

হামলার বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি মাসুদুর রহমান দাবি করেন তিনি এর সঙ্গে জড়িত নয়। ওই সাংবাদিকের বাড়িতে আগের হামলার ঘটনায় ইতিমধ্যে ইয়াসিনকে দল থেকে বহিস্কার করা করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।  

সর্বশেষ

জনপ্রিয়